ঢাকাশনিবার , ২৭ আগস্ট ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেলেন বড়লেখার ইউএনও খন্দকার মুদাচ্ছির

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি
আগস্ট ২৭, ২০২২ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৪ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে তা জানা গেছে।

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী গত বছরের ২০ মে বড়লেখায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পরের মাসেই তিনি হারিয়েছেন সহধর্মীনিকে। করোনার সাথে প্রায় এক মাস যুদ্ধ করে অবশেষে অনাগত সন্তানসহ তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এ শোককে পেছনে ফেলে কর্মস্থল বড়লেখাবাসীকে নিজের পরিবার মনে করে মনোনিবেশ করেন নানা মানবিক ও সরকারি গুরু দায়িত্ব পালনে। অর্পিত দায়িত্বের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও নানা মানবিক কর্মকান্ডের মাধ্যমে এখানকার সর্বস্তরের মানুষের হৃদয়ে নিজেকে স্থান করে নেন। সাম্প্রতিক দীর্ঘস্থায়ী বন্যায় দুর্গত মানুষের পাশে দাড়িঁয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইউএনও হিসেবে কর্মস্থল বড়লেখায় সর্বস্ব দিয়ে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। আগামী মাসেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।