ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

অনলাইন ডেস্ক
আগস্ট ১১, ২০২৩ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে ইশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

কামরুল হাসান সদর উপজেলার শাকচর গ্রামের বায়তুন নূর হোসনেয়ারা জামে মসজিদে গত দুই বছর ধরে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।