ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় রেকর্ডেড নয়, প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করবেন সিইসি।

অতীতে ভাষণগুলো আগে রেকর্ড করা হতো, তাপরর প্রচার করা হতো। কিন্তু, গোপনীয়তার স্বার্থে এবার সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান করবেন কাজী হাবিবুল আউয়াল।

এর আগে সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, বিকেল ৫টায় ২৬তম কমিশন সভা হবে, সেই সভায় তফসিল চূড়ান্ত হবে। এর পর সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীর উদ্দেশে বিটিভি ও বাংলাদেশ বেতারে সরাসরি ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, নির্বাচন কমিশন মনে করে নির্বাচনের পরিবেশ আছে।

এদিকে, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ে কমিশন ভবন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার (১৪ নভেম্বর) থেকে বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।