ঢাকাশুক্রবার , ১৪ জুলাই ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানকে ২ উইকেটে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
জুলাই ১৪, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট খেলায় আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
আফগানদের দেওয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক দল।
শুরুতে কিছুটা সংকটে পড়লেও তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এর মধ্য দিয়ে সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়ে গেলো স্বাগতিক দল। এদিন, হ্যাট্রিক করেছেন আফগান বোলার করিম জানাত।

করিম জানাতের বলে শরিফুল ইসলাম চার হাঁকাতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলায় আফগানদের ২ উইকেটে হারিয়েছে স্বাগতিক দল।

যদিও শুরুটা মধুর হয়নি স্বাগতিকদের। আফগানিস্তানের দেয়া ১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে রনি তালুকদারের উইকেট হারায় বাংলাদেশ।
এরপর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত মিলে প্রতিরোধের চেষ্টা করেন।
তবে ব্যক্তিগত ১৪ রানে মুজিব উর রহমানের বলে বোল্ড হন শান্ত।
এর কিছু সময় পর আউট হয়ে যান আরেক ওপেনার লিটন দাস।

৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই আবার বল মাঠে গড়ায়।
এবারে অধিনায়ক সাকিব ১৯ রানে আউট হয়ে গেলে দল সংকটে পড়ে যায়।

তবে দলকে এগিয়ে নিয়ে যান তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারী। দুইজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি।
কিন্তু ২৫ বলে ৩৩ রানে শামীম পাটোয়ারী আউট হলে ম্যাচের বাকিটা সময়ে দেখা দেয় নাটকীয়তা।
শেষ ওভারে কারিম জানাত হ্যাটট্রিক করলে পরাজয়ের শঙ্কাও জাগে।
তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাওহীদ হৃদয় অপরাজিত থাকেন ৪৭ রানে।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
মোহাম্মোদ নবী করেন ৫৪ রান। সাকিব নেন দুই উইকেট। রবিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলায় মাঠে নামবে দুই দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।