ঢাকামঙ্গলবার , ১৭ আগস্ট ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের শরণার্থী আশ্রয় দি‌তে যুক্তরা‌ষ্ট্রের অনু‌রোধ প্রত্যাখ্যান কর‌লো বাংলা‌দে‌শ।

আন্তর্জা‌তিক ডেস্ক।
আগস্ট ১৭, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সেই অনুরোধকে বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে। সোমবার (১৬ আগস্ট) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের তরফ থেকে আফগানিস্তানের কিছু মানুষকে আশ্রয় দেওয়ার একটি অনুরোধ বাংলাদেশের কাছে এসেছিল। কিন্তু, আমরা ধন্যবাদের সঙ্গে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করে দিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে বন্ধুরাষ্ট্র। তারা এই অনুরোধ করার পর আমরা তাদের ভদ্রতার সঙ্গে জানিয়েছি প্রায় ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে আমরা এরই মাঝে অনেক সমস্যায় আছি। নতুন করে কাউকে আশ্রয় দিয়ে আমরা সমস্যায় পড়তে চাই না।

এই অনুরোধ যুক্তরাষ্ট্রের কোন পর্যায় থেকে এসেছে সে ব্যাপারে ড. এ কে আব্দুল মোমেন জানান, এই অনুরোধ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক চ্যানেল দিয়ে এসেছে। আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে তারা প্রথমে এই অনুরোধটি জানিয়েছিল। যা পরবর্তীতে ঢাকায় পাঠানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সব রাষ্ট্রের সঙ্গেই বন্ধুত্বে বিশ্বাস করে। আফগানিস্তানও আমাদের বন্ধু এবং সার্কের সদস্য। আমরা আফগানিস্তানের মঙ্গল চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।