বিতর্কীত কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার দেশটির রাজধানী দিল্লির জন্তর মন্তরে বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালে এর বাইরে অবস্থান নেবেন তারা।
বুধবার কিছু শর্তসাপেক্ষে স্বাস্থ্যবিধি মেনে নির্দৃষ্ট সময়ের মধ্যে আন্দোলনের অনুমতি দিয়েছে দিল্লি সরকার ও পুলিশ। শর্তানুযায়ী একদিনে দুইশ ছয় জনকে প্রতিবাদে অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছে। এরই মধ্যে রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যর কৃষক আইনের বিরুদ্ধে সংসদ ভবন কমপ্লেক্সে গান্ধী প্রতিমূর্তির কাছে বিক্ষোভ করেছেন।
সাত মাসেরও বেশি সময় ধরে দেশটির রাজধানী দিল্লির প্রবেশের মহাসড়কগুলির পাশে অস্থায়ী শিবির বানিয়ে তাতে অবস্থান করছেন হাজার হাজার কৃষক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।