দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
এরপর শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
তার আদালতে আসাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীদের সংঘর্ষ এরইমধ্যে হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে দফায় দফায় ঢিল ছোঁড়ায় লাঠিচার্জ করে পুলিশ।
বিএনপি নেতার আত্মসমর্পণ ঘিরে সকাল থেকে আদালত প্রাঙ্গণে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বাড়ানোর হয় নিরাপত্তা ব্যবস্থাও।
এর আগে সকালে আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি আদালতে আত্মসমর্পণ করবেন; এরপর জামিন চেয়ে আবেদন করা হবে। পাশাপাশি চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করা হবে।
এর আগে ৩ সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আমানের স্ত্রী সাবেরা আমান। জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরপর ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামীবছর ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।