মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ও অন্যান্য সমস্যা নিয়ে কয়েক মাস ধরে সম্পর্কের টানাপোড়নের পর, এই আমন্ত্রন একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করছে।
সৌদি আরবে আরব নেতাদের এক সমাবেশের মূল আলোচনার ফাঁকে দুই নেতার পারস্পরিক আলাপে বাইডেন বলেন, ‘আপনি আজ যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তাকে আরো গুরুত্ববহ করে তুলতে আমাদের একত্রিত হতে হবে। আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে চাই’।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।