ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নি‌য়ে ভীতিকর পরিস্থিতি ফ্রা‌ন্সে।

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২২ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট আতঙ্কের মধ্যেই নতুন রূপ ইহু নিয়ে সবার মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্সের একদল বিজ্ঞানী ভাইরাসের এ নতুন রূপের সন্ধান পেয়েছেন।

মেডিটেরানি ইনফেকশন নামে সংস্থার গবেষকরা করোনার এ রূপের নাম দিয়েছেন ইহু।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২১ সালের সেপ্টেম্বরে কঙ্গো থেকে এ ভাইরাসের উৎপত্তি।

জানা গেছে, ইহু বা বি.১.৬৪০.২ স্ট্রেনটিতে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের ১২ নাগরিক। তবে স্বীকৃত কোনো জার্নালে করোনার এ নতুন রূপ সম্পর্কে এখনো তথ্য প্রকাশিত হয়নি।

ভাইরাসের এ নতুন রূপ কতটা সংক্রামক তাও এখনো স্পষ্ট করেনি গবেষকরা।
তবে গবেষকরা জানিয়েছেন, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে।

ফলে এর সঙ্গে লড়াইয়ে করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে। করোনার পুরনো ভ্যারিয়েন্ট থেকে এর উৎপত্তি।
এ বিষয়ে অধ্যাপক ফিলিপ কলসন বলছেন, আমরা নতুন রূপের কয়েকজনকে শনাক্ত করেছি। এর নাম দেওয়া হয়েছে ইহু।

এ বিষয়ে একটি টুইট করেছেন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এ নয় যে সবগুলো বিপজ্জনক। সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।