“পরপুরুষ আর পরনারীতে..?”
পরপুরুষ আর পর
নারীতে
আকর্ষণ কিন্তু
মোটেও ভালো নয়?
এই আকর্ষণ অনেক
সময়
অনেক
ক্ষতির কারণ হয়?
কখনো কারো সংসার
ভাঙে
কখনো যায় মান;
কখনো আবার ত্রিভুজ
প্রেমে
কাড়ে কারো প্রাণ?
পরপুরুষ ও পরনারীতে
আকর্ষণ
নয়?
বিকর্ষন এবার করো;
মানসম্মান বজায় রেখে
নিজের ইমেজ
নিজেই না হয় গড়ো?
দেখবে তখন কেলেং
কারী আর
অঘটন
গেছে অনেক কমে;
সুখ শান্তির নহরটাও
বইছে
কেমন
তাইতো পুরো দমে?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।