ঢাকাবৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কবিতাঃ স্বাধীনতার_৫০

ক‌বি: আ‌মিনুল ইসলাম
ডিসেম্বর ১৬, ২০২১ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীনতার_৫০



মুক্তিযুদ্ধ দেখিনি আমি
শুনি বিজয়ের গান,
অবলীলায় দিয়েছেন প্রাণ
জাতির শ্রেষ্ঠ সন্তান।

স্বাধীন স্বাধীন বলছি মোরা
আসলে-কি স্বাধীন?
ইচ্ছে করেই হচ্ছি বন্দী
নেতাদের অধীন!

মোদের এই স্বাধীন দেশে
মানুষ কেমন আছে?
ধনীরা শুধু হচ্ছে ধনী
বাকিরা মরে বাঁচে!

গরীব-রা আরো হচ্ছে গরীব
লুটেরা-রা লুটে খায়,
মধ্যবিত্তের মাথা গোঁজার ঠাই
সেও যায় যায়।

মাঝে মাঝে এ-ও শুনি
বাড়ছে আয় মাথাপিছু,
এসব শুনে হচ্ছে কি লাভ
ঋণ ছাড়ছে না পিছু!

দেশ নাকি আজ অনেক ধনী
লোকের মুখে শুনি,
মাঝে মাঝে নিউজ আসে পত্রিকার পাতায়
জাতির, অনেক শ্রেষ্ঠ সন্তান ভিক্ষা করে খায়।

এর পরেও যাচ্ছি বলে
আমরা ধনী, স্বাধীন
এজীবনে শোধবে কি আর
বীর সেনাদের ঋণ!!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।