“সরলতা নির্ঘাত এক বোকামি! “
এই জমানায় সরলতা
নির্ঘাত এক বোকামি!
অনেক কিছুই নিমিষে
হারায়
হলেও তা নামী-দামী?
টাউট বাটপার তস্করেরা
সবাই
কিন্তু সরলতা-ই খুঁজে?
একটু সন্ধান পেলেই তার
হাতিয়ে
নেয়
সব চোক্ষু দুটি বুঁজে!
সহজ সরল মানুষজনের
আজো
দেখি
সরলতাই সম্বল?
কষ্ট হলেও গরীবদেরকে
দেয়
বিলিয়ে
নিজের গায়ের কম্বল!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।