“ভালোবাসার এই দিবসে…
ভালোবাসার এই দিবসে
প্রকৃত সেই
ভালো
বাসা
আজ কোথাও নাই?
যেদিকে চাই সেদিকেই
শুধু
ভালোবাসায়
ভেজাল দেখতে পাই!
ভালোবাসার এই দিবসে
মুষ্টিমেয়
কিছু লোকের
বেহায়াপনা দেখে?
বোদ্ধাজন আজ ভালো
বাসার
কুসুমকলি
দিচ্ছে শিকেয় রেখে!
প্রকৃত ভালোবাসে যারা
কেউ কি
তারা
বলে কখনো মুখে?
আচরণে তাইতো তারা
ভালোবাসার
চাদর
বিছায় কতোই পরম সুখে?
এই যুগের আজ এই
দিবসে
এমন কি আর পাই?
বনবাদাড়ে পার্কে দেখি
বেহায়া
জনের বেহায়াপনাটাই!
ভালোবাসার মধুর দিবস
একদিন
নয়
প্রতিদিবসেই হোক?
ভালোবাসা আসুক ফিরে
সবার ঘরে
থাকে না
যেনো
কারো কোনো শোক?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।