“অন্ধ জনের হাতি দেখা!”
ঠিক যতোটা ভাবছো
খারাপ
আসলে সে তা নয়?
তাদের চেয়েও বেশী
ভালো
যারা তোমার
ধ্যানের মাঝেই রয়?
অন্ধ জনের হাতি
দেখা
ঠিক তোমারই মতো!
হাতের কাছে পায় সে
যাহা
তাকেইতো
হাতী ভাবে কতো?
অন্ধ জনের হাতি
দেখা
সঠিক কি আর হয়?
হাতের বাইরে থাকে
যাহা
তার কাছে তা’
মোটেও হাতি নয়!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।