“এই তোমাকে বলছি শোন?”
এই তোমাকে বলছি
শোন?
এসব কিন্তু
মোটেও ভালো নয়?
কি কারনে করছো
এটা
তাইতো আজ
জানতে ইচ্ছে হয়!
তোমার চেয়েও মনে
হয়
ওরা
অনেক বেশী ভালো!
কখনো খুলে দেখায়
না
কিছু
থাকলে ঘরে আলো?
ওদের একটা ইজ্জৎ
থাকলেও
তোমার সেটা নাই;
এই ধরনের কাজ
কর্মে
কি
ইজ্জৎ মিলে তাই?
কল করেও কওনা
কথা
দেখাও শুধু অঙ্গ;
ঘেন্না ধরে এ সব
দেখে!
দাও না রনে ভঙ্গ?
মানুষ চেনায় ভুল
করেছো
সবাই কিন্তু
তোমার মতো নয়?
নারী জাতের ঐ
কলঙ্ক তুমি
যার
ইজ্জতের নেই ভয়!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।