“ওক্কে!দোস্ত ওক্কে!!
কলিগ একজন ছিলো
আমার
যায়নি কখনো বখে?
কথার পৃষ্ঠে কথা এলে
ই
বলতো
হেসে ওক্কে!দোস্ত ওক্কে!!
দিলটা তার ঐ হলেও
সাদা
মনের জোরটা কম;
কাজ-কর্ম তাই করতে
গেলেই
নিতো হেব্বি দম!!
সেই কাজটা শেষের
আগেই
বলতো ওক্কে!ওক্কে!!
ভুলভ্রান্তি হলে কি
আর
থাকতো কারো রক্ষে?
নগদ ফগদ বকাবকি
আর
লেখা লেখি
চলতো কিছুক্ষণ;
ওক্কে!ওক্কে!!ও করতো
আবার
শান্ত হলেই মন?
সেই কলিগের দেখা
সাক্ষাৎ
পাইনা এখন আর;
বাসা বাড়ির খোঁজ
জানিনা
তবুও
তাকে খুঁজি বারংবার!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।