“ওয়াক থু!ওয়াক থু!!”
বরাবরই নিতাইদা আমার
ট্যাপের পানি খায়;
একদিন সে খাওয়ার পরেই
উটকো গন্ধ পায়!
কেনো এমন উটকো গন্ধ?
পায়না ভেবে কুল;
হঠাৎ করেই সারাবাড়ীতে
লাগায় হুলস্থুল!
অবশেষে রিজার্ভ ট্যাংকের
ঢাকনা খুলতেই
দেখে বিরাট এক চুয়া!
পঁচেগলে যা ভেসে আছে
যায়না ধরা ছোঁয়া!!
কি করা যায় কি করা যায়?
ইউনুসকে এবার ডাকো;
যে যতোটুক পানি খেয়েছো
পেটের ভিতর তা রাখো?
আমিও
মাগার খিচুড়িখেয়েছি
সেই পানিতে রান্না?
ভাবতে গেলেই উক এসে
যায়
বলি শুধু,”ওয়াক থু!
ওয়াক থু!!
আর খাবোনা আ’ন্না!!!”
মাঝে মাঝেই এই অবস্থা
ওয়াসার পানিতেও হয়!
নির্বিঘ্নে তা গিলি সবাই
কেউ কি কিচ্ছু কয়?
এই শহরে থাকি যারা
সবাই গু মুত খাই!
গ্রামের বাড়ী গেলেই
শুধু
পিওর খাবার পাই।
(পরিমার্জিত)
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।