“ক্রমান্বয়েই বৃদ্ধ হচ্ছি…”
বৈষয়িক কাজ না করলে
ও
আজ
দৈহিক কিন্তু করি?
যখনই দেহে ঘাম ঝরে
যায়
তখনই বসে পড়ি?
ইলেকট্রনিক হাতের ঘড়ি
মাপি
ট্রেস আর প্রেসার?
নিয়মিত খেলেও ওষুধ
যাই না
কোথাও আজ আর?
শাকসব্জি খেলেও বেশী
খাই না
তেমন মাংস মাছ?
ক্রমান্বয়েই বৃদ্ধ হচ্ছি
করতে
পারি ঠিক-ই আঁচ?
সংসারের হাল বড়োই
বেহাল
দেই তুলে কার হাতে?
সারাক্ষণই টেনশনে
ভুগি
ঘুম ধরে কি রাতে?
ছোটোখাটো প্রব্লেম
হলেই
এগিয়ে আসে মেয়ে;
ছেলেও কিন্তু কম যায়
না
সেও আসে ধেয়ে?
সুখ দুঃখে আজ এমন
করেই
আছি ধরায় বেঁচে!
শুধু সজ্জনদের দেখা
পেলেই
মনটা উঠে নেচে?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।