“ছোট্টো বেলার প্রেম পীরিতি..”
ছোট্টো বেলার প্রেম
পীরিতি
ভালোবাসা
যখনই মনে পড়ে?
তখনই কিন্তু আধো
লজ্জায়
যাইযে আজো মরে?
তিন শব্দের এক পত্র
লেখা
হতো তখন বেশী;
কাউকে সেটা দিতে
গেলেই
কাঁপতো
হাত-পা’র পেশী!
কখনো ঐ বইয়ের
পাতায়
কিংবা খাতায়
ঢুকিয়ে দিলে এটা?
জানাজানি হলেই
স্যারে
করতেন লাঠিপেটা!
কি বিচ্ছিরি কাণ্ড
হতো
স্যারের মার খেয়ে?
বাপের কানে গেলেই
খবর
মা
আসতেন ধেয়ে?
এই জমানায় এ সব
নেই
আর
মোবাইলে দেয় কিস্;
বাপের গলা জড়িয়ে
ধরে বলে মেয়ে,
“এই ছেলেটার সাথেই
বাপি
বিয়ে আমায় দিস্?”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।