“ডাকলে যদি না কয় কথা?”
ডাকলে যদি না কয়
কথা?
তখনই পাবো লজ্জা
ব্যথা!
তাইতো এখন এড়িয়ে
চলি!
দুঃখ পেলেও কিছু কি
বলি?
তার মতো সে থাকুক
একা!
নিভৃতে আর না হোক
দেখা?
ভাঙলে তার ঐ ভুল
কখন?
বলবো কথা নিশ্চয়ই
তখন?
রাখুক না-হয় মেসেঞ্জার
খোলা?
পুরোনো স্মৃতি যায় কি
ভোলা?
নজর পড়লেই আসে
কান্না;
চোক্ষে ঝরে বিরহের
পান্না!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।