“মনকে যখন প্রশ্ন করি”
মনকে যখন প্রশ্ন করি,
“সবাই যেটা করতে
পারে
ক্যান্ তুমি তা পারনা?”
মনটা আমার বলে
তখন,
“আমিওতো করতে
পারি?
তবে অনেক ক্ষেত্রেই
বাঁধ সাধে ঐ
বিবেকেরই তাড়না!”
“এই অবস্থা হলে পরে
কি
করা যায় বলো?”
মনটা এবার বলে
আমায়,
“অসৎ পথে পা না
দিয়ে
সৎ
পথে আজ চলো?”
তার কথাটার বাইরে
যাবো?
সাধ্য আমার নাই ;
তাইতো এখন প্রতি
পদেই
বঞ্চনাটা পাই!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।