“মান গেলে তাই বাবার গেছে?”
বাবায় যখন কান মলা
খায়-
তখন কিন্তু
কুসন্তানে হাসে?
হাসির কারণ জিজ্ঞেস
করলেই
চেইতা আবার আসে!
তাতিয়ে উঠে উচ্চৈস্বরে
বলে,
“আমার তাতে কি?
বাবার মতো কানমলা
কি
এই আমিটা খাইছি?”
“মান গেলে তাই বাবার
গেছে?
হয়নি আমার কিছু;
আগ বাড়িয়ে ক্যানবা
নেবো
ঐ লোকটার পিছু?”
এই জমানায় এই যদি
হয়
সন্তানের মনোভাব?
কোন্ বাপে আজ
করতে
পারে
সেই সন্তানকে মাফ?
তাইতো বলি হায়রে
কপাল!
বাপের সন্তান
কেমনে ধরায় এলি?
যার ঔরসে জন্ম
নিলি
তার বিপক্ষেই গেলি?
তোর মতো এই মানব
সন্তান
কোনো দরকার নাই?
বাপ-মাকে যে দেয় না
সম্মান
তাকেই ধিক্কার জানাই!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।