“যে যেটা আজ চায় না হতে…”
যে যেটা আজ চায় না
হতে
সে-ই সেটা হয়;
জানি না এই হওয়ার
মাঝে
কার কৃতিত্ব রয়?
আলেমের ঘরেও যায়
দেখা
ঐ
নব্য জালিমের বাস;
কি-ইবা করার থাকে
তখন
হলে ও
তাঁর মহা সর্বনাশ?
ক্যানবা এমন হয়রে
বিধি
বুঝি না-তো ছাই!
যে যে-টাই হই না
কেনো
কেউ কি সেটা চাই?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।