ঢাকাবৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ক‌বিতাঃ সূদুর প্রবাস

ক‌বিঃ আ‌মিনুল ইসলাম
জানুয়ারি ২৭, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সূদুর প্রবাস


বলছি আজ শোন মাগো
আছি আমি বেশ,
কাজে ফাঁকে ভাবনার মাঝে
দিনটি হয় যে শেষ!

সন্ধ্যাবেলায় ঘরে ফিরে
সংসার লই-যে ঘেটে
রান্নাবান্না এশা শেষে
ভাত চারটে দেই পেটে!

ক্লান্ত দেহ প্রশান্ত মনে
বালিশে রাখি মাথা,
ঘুম বিহীন ঐ মধ্য রাতে
মনে পড়ে স্মৃতি কথা!

মুয়াজ্জিনের ঐ ফজর আজান
ভেসে আসছে কানে,
নামাজ শেষে কামলা বেশে
ছুটি কাজের পানে!

স্বজন আমার কতশত
একাই যায় দিন অবিরত,
আশেপাশে অনেক মানুষ
সবায়-ই মা রঙ্গিন ফানুস!

মাঝে মাঝে মন বলে “শোন”
এভাবে আর কত?
বলি আমি আছি তো বেশি
চলছি অবিরত!

ঘরের ছেলে ফিরবো ঘরে
বিধির বিধান মত
এই আশাতেই যায় কেটে দিন
আমার শতশত!

অন্তরের এই ছোট্ট ঘরে
“মাগো” করছো বসবাস,
তবুও যেন একা লাগে
সূদুর এই প্রবাস!!

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।