যদুর আক্ষেপ
যদু যাবে শ্বশুর বাড়ি
সঙ্গে নিবে পিঠার হাড়ি!
বউ ধরেছে কঠিন বায়না
দিতেই হবে সোনার গয়না!
যদু বেটায় বলছে কেঁদে
চাই না বিয়ে, বলছিলাম কি এমনি সাঁধে!
পড়শীরা সব আসছে ছুটে
যদু যাচ্ছে আরো চটে!
রেগেমেগে বউকে যদু দিল পিটি
পড়শীরা সব নিজের গৃহে দৌড়ে ছুটি!
বউ বলেছে “ওগো” শুনছো
আমাকে মেরে তুমিও তো কানছো!
এবার যদু উঠলো হেঁসে
বউও হাসছে তার পাশে বসে!
বললো যদু “শুন” বউ
এসব কথা, জানেনা যেন কেউ!
বলছে যদু মুচকি হেঁসে
দিনটি গেল হাওয়ায় ভেসে!
সকাল গিয়ে সন্ধ্যা এলো
এবার নাহয় ঘুমাই চল!
প্রতি ভোরে যদুর “বউ”
ধরছে সোনার বায়না,
এই দুঃখে-তে যদু আর
শ্বশুর বাড়ি যায় না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।