ইহ মগ্ন
অন্ধকার ঐ ছোট্ট ঘর
সবাই সে-দিন হইবে পর,
টাকা পয়সা অর্থকরী
থাকবে পড়ে ভুরি ভুরি!
যাদের জন্য গড়েছি ধন
না হবে কেউ সঙ্গী সুজন,
রঙ্গিন এই দুনিয়া ছাড়ি
সাদা নিয়েই দিব পাড়ি!
পাপ-পুণ্য সব যাবে সঙ্গে
টের পাবে যা অঙ্গে অঙ্গে,
পাপ করিবে অগ্নি যোজন
পুণ্যে পাবে সুখের ভূবণ!
ইহ মগ্নে ছুটছি রত
পাপ করেছি শতশত,
রাত্রি হলে ভাবি বসে
শুন্য দেখি হিসেব কষে!
খোদার দ্বারে নিব কি
চোখ মেলিলে সব-ফাঁকি,
মাঝে মাঝে অজান্তেই কেঁদে উঠে মন
খোদার কাছে যাব আমি নিয়ে কোন ধন🤔
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।