“মহৎ যাঁরা কখনো তাঁরা…!”
কাউকে পাত্তা দেয়া না
দেয়া
একান্তই
তার নিজের ব্যাপার!
এতে আপত্তি থাকলেও
তোমার
নেই কিন্তু আজ তার?
মহৎ যাঁরা কখনো তাঁরা
ভাবেন না এসব নিয়ে!
করেন না তাঁরা কারো
ক্ষতি
কখনো ঘোষণা দিয়ে?
সবাইকে তাঁরা দেখেন
সমান
ভাবেন অতি আপন!
নিজগুণে তাই করেন
ক্ষমা
ধরান না বুকে কাঁপন?
হিংসা বিদ্বেষ অবহেলা
করেন না
তাঁরা
কেহ-ই তোমার মতো?
অথচ তাঁরা দুষ্টকেও
ভালোবাসা
আদর
দিয়ে
কাছে টানেন কতো?
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।