ঢাকারবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চার জনকে হত্যা করে প্রকাশ্যে মৃতদেহ ঝুলিয়ে রাখলো তালেবান।

আন্তর্জা‌তিক ডেস্ক।
সেপ্টেম্বর ২৬, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের হেরাতে অপহরণের অভিযোগে অভিযুক্ত চার জনকে হত্যা করে প্রকাশ্যে তাদের মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তালেবান। সাধারণ জনগণকে ভয় দেখিয়ে এই ধরণের অপরাধ থেকে দূরে রাখতেই তালেবান এমন কাজ করেছে বলে দাবি দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তার।

শনিবার (২৫ সেপ্টেম্বর) হেরাতের ডেপুটি গভর্নর শের আহমদ আম্মার রয়টার্সকে জানান, এলাকার এক ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করে শহরের বাইরে নেয়ার চেষ্টা করেছিল ওই চার জন। এসময় চেকপোস্টে তাদের ধরে ফেলে তালেবান সদস্যরা। এক পর্যায়ে অপহরণকারীদের সঙ্গে তাদের গোলাগুলি হয় এবং ওই চার অপহরণকারীর মৃত্যু হয়।

পরে তাদের মৃতদেহ শহরের মূল চত্বর মোস্তাফিয়াতে ঝুলিয়ে রাখা হয়। মৃতদেহগুলো ক্রেনের সঙ্গে দুলছে এবং তাদের বুকে সাটানো বার্তায় লেখা রয়েছে “এটাই অপহরণের শাস্তি”! আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হেরাতের বাসিন্দা মোহাম্মদ নাজির জানান, মোস্তাফিয়াত স্কয়ারে খাবার কিনতে গিয়ে এ ঘটনা দেখেন তিনি। এসময় জনগণের দৃষ্টি আকর্ষণে তালেবানের দেয়া ভাষণও শুনতে পান তিনি।

তিনি বলেন, সেই ভাষণেই তালেবান জানায় যে, এই ধরনের অপরাধ যাতে কেউ না করে, এজন্যই প্রকাশ্যে মৃতদেহ ঝুলিয়ে রেখেছে তারা।

এর আগে এক সাক্ষাৎকারে তালেবানের জ্যেষ্ঠ নেতা মোল্লা নুরুদ্দিন তুরাবি জানিয়েছিলেন, আপরাধ কমাতে অপরাধীদের অঙ্গচ্ছেদ ও মৃত্যুদন্ডের শাস্তির বিধান আবারও চালু করা হবে। যদিও এর তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। সূত্র: রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।