ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না

দেশইনফো২৪.কম
আগস্ট ৮, ২০২২ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্বে কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হলে জাতিসংঘ কোনো কিছু করতে পারবে না এবং সম্ভবত তখন জাতিসংঘও টিকে থাকতে পারবে না।

আজ সোমবার জাপানের টোকিওতে হিরোশিমা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে  তিনি এই মন্তব্য করেন।

জাপানের এক সাংবাদিক ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস।

তিনি বলেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় , সম্ভবত জাতিসংঘ থাকবে না, কোনো কিছু করতে।

তিনি আরও বলেছেন,  কোনো ধরনের পারমাণবিক যুদ্ধ মানে ‘বিশ্ব ধ্বংস’ হবে।

এ ব্যাপারে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে আক্রমণ করার মানসিকতা থেকে দূরে থাকতে হবে এবং অপারমাণবিক দেশগুলোকে পারমাণবিক শক্তিধর দেশগুলোকে হুমকি দেওয়া থেকে দূরে থাকতে হবে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেছেন, এটি পরিস্কার যদি কেউ প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে কোনো পারমাণবিক যুদ্ধ থাকবে না (যুদ্ধ করার মতো শক্তি থাকবে না)।

এদিকে গত সপ্তাহে জাপানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল গালুজিন পারমাণবিক অস্ত্র নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জানান, ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো ইচ্ছা নেই।

তিনি জানিয়েছেন, বিশ্বে একবারই পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়েছে। সেটি করেছে যুক্তরাষ্ট্র। তারা জাপানের হিরোশিমা এবং নাগাসাকির মানুষের ওপর আসলে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

সূত্র: তাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।