ঢাকাবৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

অনলাইন ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৩ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল সদরের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রেনটির দুটি বগি পুড়ে ভস্ম হয়ে যায়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরেকটি বগি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ২০ মিনিট ধরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, রাত ৩টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে ঢাকাগামী ওই ট্রেনটি স্থির ছিল। এ সময় ওই ট্রেনের তিন বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আরেকটি বগি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।