ঢাকাশুক্রবার , ৭ জুলাই ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তামিমকে খেলায় ফেরার আহবান বিসিবি সভাপতির

ক্রীড়া প্র‌তি‌বেদক
জুলাই ৭, ২০২৩ ৬:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে খেলায় ফেরার জন্য আহবান
জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, তামিমের জবাবের জন্য ক্রিকেট বোর্ড অপেক্ষা করবে।
তবে, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে খুশি হবো।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে বিসিবির সভা শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

সাংবাদদিকদের প্রশ্নের জবাবে বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন
বলেন, দুপুর থেকে অনেকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগযোগ করতে পারিনি।
তাঁর ভাই নাফিস ইকবালের সাথে কথা হয়েছে।
তবে বোর্ড থেকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

নাজমুল হাসান পাপন আরও বলেন, সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ।
তামিমের এভাবে চলে যাওয়া দলের ওপর প্রভাব পড়বে।
এই সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হবে।
বিসিবির কাছে অফিসিয়ালি কোন কিছু জমা দেয়নি তামিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।