বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে খেলায় ফেরার জন্য আহবান
জানানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, তামিমের জবাবের জন্য ক্রিকেট বোর্ড অপেক্ষা করবে।
তবে, তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে খুশি হবো।
বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে বিসিবির সভা শেষে সাংবাদিকদের
প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।
সাংবাদদিকদের প্রশ্নের জবাবে বোর্ডের সভাপতি (বিসিবি) নাজমুল হাসান পাপন
বলেন, দুপুর থেকে অনেকবার চেষ্টা করেও তামিমের সঙ্গে যোগযোগ করতে পারিনি।
তাঁর ভাই নাফিস ইকবালের সাথে কথা হয়েছে।
তবে বোর্ড থেকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।
নাজমুল হাসান পাপন আরও বলেন, সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ।
তামিমের এভাবে চলে যাওয়া দলের ওপর প্রভাব পড়বে।
এই সিদ্ধান্ত দলের জন্য ক্ষতিকর হবে।
বিসিবির কাছে অফিসিয়ালি কোন কিছু জমা দেয়নি তামিম।