ঢাকামঙ্গলবার , ২৩ আগস্ট ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক-সিরিয়া সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্র ‘গভীরভাবে উদ্বিগ্ন’

দেশইনফো২৪.কম
আগস্ট ২৩, ২০২২ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

তুরস্কের সাথে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সাম্প্রতিক ব্যাপক সহিংসতার ব্যাপারে ওয়াশিংটন ‘গভীরভাবে উদ্বিগ্ন’। সোমবার মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মুখপাত্র নিড প্রাইস বলেন, ‘সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সাম্প্রতিক হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা সকল পক্ষকে অস্ত্রবিরতি পালনের আহ্বান জানিয়েছে।’ ওই এলাকায় গোলাবর্ষণ বৃদ্ধি পাওয়ায় শিশুসহ কমপক্ষে ২১ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কয়েকদিন পর তারা এমন উদ্বেগ প্রকাশ করলো।
প্রাইস বলেন, ‘আমরা আল-বাব, হসাকাহ ও অন্যত্র বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি।’
তিনি আরও বলেন, আইএসআইএসের পরাজয় নিশ্চিত করার এবং সিরিয়া সংঘাতের রাজনৈতিক সমাধানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বজায় রয়েছে।
তুর্কি সৈন্য এবং তাদের সিরীয় সমর্থকদের বিরুদ্ধে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স  (এসডিএফ) অভিযান জোরদার করায় উত্তেজনা বৃদ্ধির পেক্ষাপটে সাম্প্রতিক এ রক্তক্ষয়ী ঘটনা ঘটলো।
শুক্রবার কুর্দি কর্তৃপক্ষ জানায়, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় হসাকাহ’র কাছের শমুকা এলাকায় অবস্থিত একটি কিশোরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোরে তুরস্কের একটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। এতে চার শিশু নিহত ও ১১ জন আহত হন।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ওই যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানায়, আঙ্কারার অনুগত সিরীয় বিদ্রোহী গ্রুপের নিয়ন্ত্রণে থাকা আল-বাব শহরের একটি ব্যস্ত বাজারে সরকারপন্থী বাহিনীর কামান হামলায় ছয় শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।