নেত্রকোনার মোহনগঞ্জে সরকারি ত্রাণ নিতে এসে ইউনিয়ন চেয়ারম্যানের হাতে লাঞ্চিত হলেন নারীসহ এক যুবক। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের এ ঘটনাটি ঘটেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের এমন ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, অভিযুক্ত চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক ত্রাণ নিতে আসা ব্যক্তিদের সঙ্গে অসদ আচরণ করছেন। এ সময় এক যুবককে গালে থাপ্পর মারেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নে বন্যার্তদের মাঝে ৮ কেজি করে চাল দিচ্ছিল। এ সময় এক মহিলা ও এক যুবককে সবার সামনে চড় মারেন চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এ ব্যাপারে আবু বক্কর সিদ্দিকের সঙ্গে মুঠুফোনে যোগাযোগ করলে তিনি জানান, বারবার ত্রাণ নিতে আসায় তাকে সরিয়ে দিয়েছে। তবে লাঞ্চিতের কোনও ঘটনা ঘটেনি।