মেহেরপুর মুবিনগর উপজেলার মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। আজ বুধবার ঈদের বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সদর উপজেলার গাঁড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে ছেলে শামীম, ও একই গ্রামের শরিফুল ইসলামের রাজমিস্ত্রি শাকিল।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল হাশেম মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকরা বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।