ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন নিহত।

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৩, ২০২১ ১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরসহ দুজন নিহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বিকাল ৪টার দিকে কাউন্সিলরের নিজ কার্যালয় পাথুরিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা যায়, গতকাল (সোমবার) বিকেল ৪ টার দিকে কাউন্সিলর সোহেল তার কার্যালয়ে বসে কাজ করছিলেন। এ সময় মুখোশ পরা একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা আরও অন্তত ৪ জন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যায় কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহা মারা যান। তবে ঘটনার কারণ এখনও জানা যায়নি।

এমএন/এসকে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।