ঢাকাবৃহস্পতিবার , ৬ জানুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশে একদিনে করোনায় শনাক্ত হাজার ছাড়াল, বেড়েছে মৃত্যু!

অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল (বুধবার) ৮৯২ জন রোগী শনাক্ত হয়েছিলো। এ দিন তিনজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৬২৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ৪৩৫টি নমুনা। নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

দেশে এখন পযন্ত করোনায় প্রাণ গেছে ২৮ হাজার ৯৭ জনের এবং শনাক্ত ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জন।

নতুন মারা যাওয়াদের দুইজন নারী এবং পাঁচজন পুরুষ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।