জ্বালানি খাতে অব্যবস্থাপনা, বিদ্যুৎখাতে তীব্র লোডশেডিং পেট্রোল, অকটেন, ডিজেল, সার, চাল, ভোজ্যতেল সহ সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঈশ্বরদী উপজেলা বিএনপি।
শুক্রবার (২৭ আগস্ট ) বিকেল ৪ টার সময় ঈশ্বরদী উপজেলা বিএনপির ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আজমল হোসেন সুজনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুস সমাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নুর মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, মনোয়ার শামীম, ঈশ্বরদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাক্কে মণ্ডল, আব্দুস সামাদ সুলভ মালিথা প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন খান, পাবনা জেলা জাসাস এর আহবায়ক খালেদ হাসান পরাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম রিপন, সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, সর্বশেষ ঈশ্বরদী পৌর নির্বাচনের ধানের শীষের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার দাশুড়িয়া, মুলাডুলি, ছলিমপুর, সাড়া, পাকশী, লক্ষীকুন্ডা, সাহাপুর ইউনিয়ন বিএনপি ও পৌর বিএনপি সহ কৃষকদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ ও সকল পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী।