ঢাকাশুক্রবার , ১৩ আগস্ট ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর পিলা‌রে আবা‌রো ফেরির ধাক্কা!

অনলাইন ডেস্ক।
আগস্ট ১৩, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ১০ নং পিলারের সঙ্গে ‘কাকলি’ নামে একটি ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে।

আজ সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে তিনদফা পদ্মা সেতুতে ফেরির ধাক্কা দেয়ার ঘটনা ঘটলো।

মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন গণমাধ্যমকে জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি।

সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০নং পিলারে আঘাত হানে। এতে পদ্মা সেতুর তেমন কোনো ক্ষতি হয়নি। তবে ফেরিটি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে সোমবার (০৯ আগস্ট) সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর।

এ সময় ২০ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া গত ২৩শে জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।