ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পা‌নির ওপ‌রে বাসর ঘর তৈ‌রি ক‌রে নজর কেড়েছেন হা‌লিম মিয়া

দেশইনফো২৪.কম
জুলাই ২৩, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেরপু‌রে পা‌নির ওপ‌রে বাসর ঘর তৈ‌রি ক‌রে নজর কেড়েছেন হা‌লিম মিয়া (২৫) না‌মে এক ঝালাই শ্রমিক।

শুক্রবার (২২ জুলাই) সদ‌রের চর‌শেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় এমন ব্যতিক্রমী আ‌য়োজন ক‌রেন। এ ঘটনার পর বি‌কে‌ল থে‌কে পা‌নি‌তে বাসর ঘর‌টি দেখ‌তে ভিড় শুরু ক‌রে আশপাশের লোকজন।

জানা যায়, সাতানীপাড়ার আব্দুল হা‌মি‌দ ও চম্পা বেগম দম্পতির ৯ ছে‌লে-‌মে‌য়ের ম‌ধ্যে সবার ছোট হা‌লিম মিয়া। সে পেশায় ঝালাই শ্রমিক হি‌সে‌বে কাজ ক‌রেন। তার ইচ্ছা ছিল ব‌্যতিক্রমী বি‌য়ে করার। সেই ইচ্ছা থে‌কে এমন ভিন্ন আয়োজনের কথা মাথায় আসে তার।

হা‌লিম মিয়া ব‌লেন, আমার বি‌য়ে কথা ফাইনাল হওয়ার পর থে‌কে আমার ইচ্ছা হয় ব্যতিক্রম কিছু করার। সেই ব্যতিক্রমী ইচ্ছা থে‌কে আমার নানা ও চাচা মি‌লে উদ্যোগ নিই পানিতে বাসর ঘর তৈরি করার। প‌রে গত ৪ থেকে ৫ ‌দিন ধ‌রে আমার নানা ও চাচা মি‌লে আমা‌দের বাড়ির পাশে পুকুরের ওপর অনেক কষ্ট ক‌রে তৈরি ক‌রে এ বাসর ঘর। প‌রে আস্তে আস্তে আশপাশের মানুষ বাসর ঘর‌টি দেখ‌তে আমার বাড়ি‌তে আস‌তে শুরু ক‌রে। আমার খুব ভা‌লো লাগ‌ছে, আমি অনেক উৎসাহ পাচ্ছি।

চাচা রোকন সরকার ব‌লেন, আমার ভাতিজার খুব ইচ্ছা ব‌্যতিক্রম বি‌য়ে কর‌বে। প‌রে বি‌য়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভা‌বে ক‌য়েকবার ব‌সে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পা‌নির ওপ‌রে বাসর ঘর করার। প‌রে বা‌ড়ির পা‌শে একটা পুকু‌রের মাঝখা‌নে বাসর ঘর বানা‌নোর কাজ শুরু হয়। বানা‌নোর সময় অনেক মানুষ আজেবা‌জে কথা ব‌লে। কিন্তু সব সম্পন্ন হ‌য়ে গে‌লে ওই বাসর ঘর দেখ‌তে মানুষ ভিড় শুরু ক‌রে।

টাংগারপাড়া থে‌কে বাসর ঘর দেখ‌তে আসা সোয়াইব রহমান ব‌লেন, এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দে‌খি নাই। এক বন্ধুর মা‌ধ‌্যমে জান‌তে পে‌রে দেখ‌তে এসে‌ছি, আস‌লেই ব‌্যতিক্রম এটি।

তালুকপাড়া থে‌কে আসা খাইরুল ইসলাম ব‌লেন, পা‌নির ম‌ধ্যে বাসর ঘর স‌ত্যিই খুব ভা‌লো হ‌য়ে‌ছে। তার চমৎকার এক‌টি আইডিয়া। খুব ভা‌লো হ‌য়ে‌ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।