ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বসিলায় জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার ১, অস্ত্র-বিস্ফোরক দ্রব্য উদ্ধার।

অনলাইন ডেস্ক।
সেপ্টেম্বর ৯, ২০২১ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তনা সন্দেহে যে বাড়িতে র‌্যাবের অভিযান চলছে সেখান থেকে এখন পর্যন্ত এক জঙ্গিকে আটক করা হয়েছে। র‌্যাবের অভিযান এখনো চলমান রয়েছে। ইতিমধ্যে বাড়িটির পুরো নিয়ন্ত্রণ নিয়েছে র‌্যাব। আশেপাশের ভবনে থাকা লোকজনকে সারিয়ে নেয়া হয়েছে।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, সেখানে থেকে অস্ত্র, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাবের ডগ স্কোয়াড ও বম্ব ডিস্পোজাল ইউনিট।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থলে উপস্থিত একাধিক র‍্যাব সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রাত ৩টা থেকে বসিলার বক্সার সিটি হাউজিং এর চার তলা একটি বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। সকালে বাড়িটি থেকে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটিকে গোপনে জঙ্গিরা আস্তানা হিসেবে ব্যবহার করতো। কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে গ্রেফতার চার জঙ্গির কাছ থেকে তথ্য পেয়ে বসিলায় অভিযান চালায় র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।