ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যুতে ৭টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

স্টাফ রিপোর্টার
নভেম্বর ৩০, ২০২১ ২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

সড়ক দুর্ঘটনায় এক পথচারী শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানীর রামপুরা এলাকায় ৭টি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

সোমবার রাতের এ দুর্ঘটনায় অনাবিল পরিবহনের একটি বাসে চাপা পড়ে রামপুরা বাজারের চা দোকানি এবং ছাত্র মাইনুদ্দিনের মৃত্যু হয়। তিনি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এ বছর রামপুরা একরামুন্নেসা স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী দিচ্ছিলেন তিনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাত ১১.০৮ ঘটিকায় আমরা অগ্নিসংযোগের খবর পাই।’

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, ‘দমকলের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।’ এরপর আগুন নিয়ন্ত্রণে আসার কথাও জানিয়েছে দমকল সূত্র।

দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ স্থানীয় জনতা সড়ক অবরোধ করে।

এদিকে ডেপুটি কমিশনার আবদুল আহাদ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন যে, পুলিশ নিহতকে চাপা দেওয়া বাস ও এর চালককে আটক করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।