ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বেলারুশ, পোল্যান্ড হয়ে জার্মানি: দুই অভিবাসীর কষ্টকর যাত্রা

আন্তর্জা‌তিক ডেস্ক
জানুয়ারি ১৪, ২০২২ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

বেলারুশ থেকে পোল্যান্ড আসা কয়েকশ’ অভিবাসীর মধ্যে অনেকেই কর্তৃপক্ষের দুর্ব্যবহার ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন৷ মধ্য আফ্রিকা থেকে এই পথে জার্মানি পৌঁছানো দুইজন অভিবাসী তুলে ধরেছেন তাদের অভিজ্ঞতার কথা৷

একজন রিপাবলিক অব কঙ্গো থেকে, আরেকজন ক্যামেরুন থেকে৷ ভিন্ন দুই পথে যাত্রা করেও আলডো আর বার্টান্ডের গন্তব্য এখন মিলেছে এক জায়গায়, জার্মানির শহর আইজেনহুটেনস্টাডে৷ কিন্তু তাদের কষ্টের অভিজ্ঞতাগুলো অনেকটাই অভিন্ন৷

৩৫ বছরের বার্টান্ড জার্মানিতে আছেন গত সেপ্টেম্বরের শেষ থেকে৷ তার এক মাস আগে কঙ্গোর ব্রাজাভিলে থেকে শুরু হয় তার যাত্রা৷ ফ্লাইটে বেলারুশে পৌঁছানোর পর পরই শুরু হয় কষ্টকর অভিজ্ঞতা৷ গোটা মাস তিনি ও তার ২০ বছর বয়সি ভাতিজি কোনো কম্বল ছাড়াই তীব্র ঠান্ডায় জঙ্গলে ঘুমিয়েছেন৷ ‘‘রাস্তা থেকে সংগ্রহ করে পানি পান করেছি, যা পেয়েছি তাই খেয়েছি,’’ বলেন তিনি৷

সীমান্তে অভিবাসীরা পোল্যান্ডের সেনাদের বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন বার্টান্ড৷ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘আমি দশবার পোল্যান্ডে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছি আর ফিরে এসেছি৷ তারা আমাকে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়েছে, পশুর মতো ব্যবহার করেছে৷ গালি দিয়ে বলেছে, নোংরা নিগ্রো, তুই কেন এখানে এসেছিস?’’

তবে এক পর্যায়ে বার্টান্ডের ভাগ্য সুপ্রসন্ন হয়৷ তার ভাষায় ‘‘ইশ্বরের অনুগ্রহে’’ আরবের এক অভিবাসী দলের সঙ্গে দেখা হয় তার৷ তারাই তাকে জার্মানি পর্যন্ত আসতে সহায়তা করে৷ তিনি বলেন, ‘‘জঙ্গলে ওদের সঙ্গে দেখা হয়৷ তাদের নিজেদের বাহন ছিল৷ জানি না কিভাবে সেটা পেয়েছে৷ কিন্তু আমরা জার্মান সীমান্ত পর্যন্ত গাড়িতে আসি৷’’

সারা রাত হেঁটেছি

বার্টান্ডের সঙ্গে এক ছাতার নীচে হুইলচেয়ারে বসা ৩২ বছর বয়সি আলডো৷ তার পায়ের সমস্যা জন্মগত৷ আগে প্রোসথেটিক পা ব্যবহার করে হাঁটাচলা করতেন৷ বলেন, ‘‘হুইলচেয়ার ব্যবহারে আমি কখনো অভ্যস্ত ছিলাম না৷ কিন্তু প্রোসথেটিক পা-টি অনেক পুরনো আর ছিঁড়ে গেছে৷ আইজেনহুটেনস্টাডে পৌঁছানোর পর এটা আমাকে পীড়া দিয়েছে৷ দুই পায়ে ঘা হয়ে গেছে এবং এখন আর পরতে পারছি না৷’’

আলডোর যাত্রা শুরু হয়েছিল ক্যামেরুন থেকে৷ দেশ ছাড়ার আগেই অগ্রিম তাকে প্রায় তিন হাজার ইউরো খরচ করতে হয়েছে৷ কথা ছিল এর বিনিময়ে আলডোকে নিয়ে যাওয়া হবে জার্মানিতে৷ কিন্তু তাকে পৌঁছে দেয়া হয় বেলারুশের একটি বাড়িতে৷ পাঁচদিন সেখানে কাটানোর পর তাদের নিয়ে যাওয়া হয় ভিন্ন এক জায়গায়৷ ‘‘আমাদের বলা হলো এটা সীমান্ত এবং আমাদের শুধু পার হতে হবে৷ যেন পাশের দুয়ারেই৷ কিন্তু কয়েক মিনিট পরেই বুঝতে পারলাম ঘটনা ভিন্ন৷ আমরা সারারাত এবং সকাল আটটা পর্যন্ত হাঁটলাম৷ তারপর বেলারুশ অংশের পুলিশের দেখা পাই এবং সীমান্ত অতিক্রমের চেষ্টা করি৷’’

তাদের দলটিকে সীমান্ত অতিক্রমের অনুমতি দেয় বেলারুশ পুলিশ৷ আলডো বলেন, ‘‘কিন্তু পোল্যান্ডে ঢুকার পর দলের সঙ্গে থাকা শিশুসহ এক দম্পতিকে সেখানকার পুলিশ গ্রেপ্তার করে৷ তাদের সাথে যে আচরণ করা হয়েছে তাতে আমরা পুলিশের মুখোমুখি হওয়ার সাহস হারানোয় লুকিয়ে থাকি৷’’

চিৎকার করে বলি, ‘আশ্রয়প্রার্থী’, তারা বলে, না 

আলডো তার যাত্রার কাহিনী বলে চলেন৷ ‘‘আমি ছিলাম টোগো থেকে আসা একজনের সঙ্গে৷ পরেরদিন পর্যন্ত হাঁটতে থাকলাম আমরা এবং আরেক গ্রামে গিয়ে পৌঁছালাম৷ রাত আর সকাল ছিল ভয়ানক ঠান্ডার৷ আমরা একটা চার্চ খুঁজে পেলাম এবং কড়া নেড়ে সহায়তা চাইলাম৷ একজন নারী এলেন৷ আমরা তার কাছ থেকে খাদ্য, পানীয় আর ফোন বা চার্জার চাইলাম৷ কারণ, আমরা বুঝতে পারছিলাম না কোথায় আছি৷ ইঙ্গিতে তিনি ‘না’ বললেন এবং চলে গেলেন৷ আমরা চিৎকার করে বললাম, ‘আশ্রয়াপ্রার্থী!’ তারা বলল, না৷’’

আলডো না বুঝলেও তার টোগোলিজ সঙ্গী বুঝতে পেরেছিলেন তারা কী বলেছেন৷ তিনি বলে চলেন, ‘‘তারা আমাদের অপমান করছিল৷ ‘নোংরা নিগ্রো’ হিসেবে অভিহিত করে, বলে তোমরা এখানে স্বাগত নও৷ তারপর টোগোলিজ আমাকে বলে তারা আমাদের আবার সীমান্তে নিয়ে যাবে৷ আমি প্রোসথেটিক পরে এরই মধ্যে পায়ে যথেষ্ট ব্যাথা পেয়েছি৷ এটা শুনে ধাক্কা খাই, এমনটা আমার প্রত্যাশিত ছিল না৷’’

এরপর তাদের সীমান্তের কাছে নিয়ে যাওয়া হয়৷ আলডো বলেন, ‘‘আমি গাড়ি থেকে বের হতে চাইনি৷ ‘আশ্রয়প্রার্থী, আশ্রয়প্রার্থী!’ এই বলে চিৎকার করছিলাম৷ আমাদের ভয় দেখানোর জন্য বলা হলো, যদি সেখান থেকে এক পা এগোই, তাহলে গুলি করা হবে৷’’

আবারও আলডো নিজেকে বেলারুশে আবিষ্কার করলেন৷ কেন ফিরে এলেন সেজন্য তাকে গ্রেপ্তার ও মারধর করলো বেলারুশের পুলিশ৷ তবে এক পর্যায়ে আলডো বোঝাতে সক্ষম হলেন যে তারা পোল্যান্ডেই ফিরে যেতে চান৷ এতে বেলারুশ কর্তৃপক্ষের সুর বদল হলো৷ রাতে পোল্যান্ড সীমান্তে তাদেরকে পৌঁছে দেয়ার আগ পর্যন্ত খাবার, পানি এবং ফোন চার্জের সুযোগও দিলো পুলিশ৷

আলডোর তিনদিন লেগেছে পোল্যান্ড সীমান্ত পেরুতে৷ অর্থের বিনিময়ে একজন তাকে বাকি পথ পাড়ি দিতে সহায়তা করে৷ সেপ্টেম্বরের শুরুর দিকে তিনি ফ্রাঙ্কফুর্ট পৌঁছান৷ সীমান্তে নজরদারিতে নিয়োজিত পুলিশ তাকে গ্রেপ্তার করে৷

উভয়ই চান জার্মানিতে স্থায়ী ও এখানকার সমাজ ব্যবস্থায় নিজেদের অন্তর্ভুক্ত করতে৷ আলডো চান ভাষা শিখে এবং পায়ের সমস্যা কাটিয়ে কোনো কাজে নিযুক্ত হতে৷

আরবি ও ফরাসি ভাষায় ২৩ নভেম্বর, ২০২১-এ আলডো ও বার্টান্ডের সাক্ষাৎকারটি নেন মাজদা বউয়াজ্জা। সূত্রঃ ইনফোমাইগ্রেন্টস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।