ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের আউট পোস্টের কাছে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছে। শুক্রবার দুপুরে কলকাতার পার্ক সার্কাস এলাকায় এক নিরাপত্তাকর্মীর এলোপাতাড়ি গোলাগুলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই সশস্ত্র নিরাপত্তাকর্মী হঠাৎ করে এলোপাতাড়ি গোলাগুলি শুরু করেন। এ সময় ওই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এক নারী। এলোপাতাড়ি গুলিতে তার শরীরে গুলি লাগলে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় আহত হন আরো বেশ কয়েকজন। চনুপ লেপচা নামের ওই নিরাপত্তাকর্মী এলোপাতাড়ি গুলি ছোড়ার পর নিজেও আত্মহত্যা করেন বলে জানায় পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। শুক্রবারই নিরাপত্তাকর্মী হিসেবে বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের আউট পোস্টে কাজে যোগ দিয়েছিলেন চনুপ।
আরো জানা যায়, এ সময় মোটরসাইকেলচালকও আহত হন। গুলিতে নিহত নারীর নাম রিমা সিং। তার বাড়ি হাওড়ার দাসনগরে। তিনি অ্যাপের মাধ্যমে ‘র্যাপিডো’ মোটরসাইকেল বুক করে আসছিলেন।প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, নিহত চনুপ বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনের পুলিশ আউট পোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বেলা দুইটার দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে গুলি চালাতে শুরু করেন। তখন ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি।
চনুপের সহকর্মীরা পুলিশকে বলেছেন, লেপচা মানসিক অবসাদে ভুগছিলেন।কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন দপ্তরের ৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর গোটা পার্ক সার্কাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির সময় মানুষ এদিক-ওদিক ছুটতে থাকে।