ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে ১৭ বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট। এ ঘটনায় আরও ৩৮০ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।
রেড ক্রিসেন্ট জানায়, অভিবাসী বোঝাই একটি ট্রলার লিবিয়া থেকে অবৈধ উপায়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিলো। পরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। এতে বাংলাদেশি ছাড়াও সিরিয়া, মিসর, সুদান, ইরিত্রা ও মালির নাগরিক ছিলো। তবে নৌকাটিতে মোট কতজন বাংলাদেশি ছিলো তা জানা যায়নি।
গেলো এপ্রিলে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
তথ্য বলছে, চলতি বছর ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ২৩ হাজারের মতো অভিবাসনপ্রার্থী। ২০২০ সালে, সংখ্যাটি ছিলো সাড়ে ৬ হাজার।
এনএনআর/
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।