ঢাকাবৃহস্পতিবার , ২২ জুলাই ২০২১
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভয়ংকর শ‌ক্তিশালী হ‌তে যা‌চ্ছে ক‌রোনার ডেল্টার ধরন: বিশ্ব স্বাস্থ্যসংস্থা।

অনলাইন ডেস্ক।
জুলাই ২২, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আসছে মাসগুলোতে করোনার ডেল্টা ধরন বিশ্বে আরও প্রভাবশালী হয়ে উঠবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন ১৩ টি অঞ্চলসহ এ পর্যন্ত বিশ্বের ১শ ২৪ টি দেশে ডেল্টা ধরন শনাক্ত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনার বিধি নিষেধ উঠিয়ে নেয়ার পর সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য কর্মীদের জন্য টিকা গ্রহণ ও করোনা টেস্ট বাধ্যতামূলক করেছেন নিউইয়র্কের মেয়র বিল ডি ব্ল্যাসিও। তিউনিসিয়ায় করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় দেশটির সামরিক বাহিনীর স্বাস্থ্য বিভাগকে মহামারি নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট কাইস সাইয়্যিদ।

ব্রিটেনজুড়ে বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। গত সপ্তাহের তুলনায় দেশটিতে সংক্রমণ বেড়েছে প্রায় ৩৯ শতাংশ, একই সময়ে দেশটিতে মৃত্যু হার বেড়েছে প্রায় ৬০ শতাংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ রোগি ভর্তি হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।