প্রমোদতরীর পার্টিতে যোগ দেওয়ার আগে বলিউডের এক উঠতি অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে আলোচনা করেছিলেন শাহরুখ তনয় আরিয়ান খান। বুধবার আরিয়ানের জামিন শুনানির আগে আদালতে এমন প্রমাণ হাজির করেছে এনসিবি।
এনসিবি জানায়, প্রমোদতরীতে তল্লাশি শুরুর কিছুক্ষণ আগেই আরিয়ান হোয়াটসঅ্যাপে বলিউডের নতুন একজন অভিনেত্রীর সঙ্গে মাদক নিয়ে কথা বলেছিলেন। আরিয়ানের হোয়াটসঅ্যাপ থেকেই সেই তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহে শাহরুখ পুত্রের আইনজীবী অমিত দেশাই এবং অতিরিক্ত সলিসিটর জেনারেলের মধ্যে দুই দিনের তর্ক -বিতর্কের পর আরিয়ানের জামিন আবেদন স্থগিত করেছিল আদালত।
বুধবার আরিয়ানের জামিন আবেদন করা হয়েছে। তবে এর প্রেক্ষিতে আদালত থেকে কী আদেশ আসবে তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: পিংক ভিলা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।