ঢাকাবৃহস্পতিবার , ২৩ জুন ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়াকে ৬-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

দেশইনফো২৪.কম
জুন ২৩, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সিরিজ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জোড়া গোল করেছেন আঁখি খাতুন।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশের দারুণ আক্রমণ করে টাইগ্রেসরা। তৃতীয় মিনিটে সাবিনা খাতুন জালে বল রাখতে না পারলেও ৯ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। মারিয়া মান্ডার কর্নার থেকে আলতো ছোঁয়ায় বাংলাদেশকে এগিয়ে নেন ডিফেন্ডার আঁখি খাতুন।

১৮ মিনিটে আবারও গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। স্বপ্নার ক্রস থেকে বার দুয়েক শট করেও মালয়েশিয়া গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি সানজিদা।

দারুণ বোঝাপোড়ায় ২৬ মিনিটে লিড দ্বিগুণ করে বাংলাদেশ। স্বপ্নার বাড়ানো বল নিয়ে উঠে গোলরক্ষককে কাটিয়ে জালে বল জড়ান সাবিনা। ৩০ মিনিটে সাবিনার ক্রস থেকে তৃতীয় গোল পায় বাংলাদেশ। দ্বিতীয় গোল করেন আঁখি খাতুন।

প্রথমার্ধের শেষ মিনিটে আবারও দেখা যায় বাংলাদেশের ফুটবলশৈলী। আবারও মালয়েশিয়ার জালে বল। গোলরক্ষককে বোকা বানিয়ে সাবিনার বাড়ানো বল হালকা টোকায় জালে জড়ান সিরাত জাহান স্বপ্না। ৬৫ মিনিটে জটলার মধ্য থেকে পঞ্চম গোল করেন মনিকা চাকমা। ৭৪ মিনিটে ঋতুপর্নার ক্রস থেকে হেডে গোল করেন কৃষ্ণরাণী সরকার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

৬১ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার বিপক্ষে দেখা গেলো ভিন্ন এক বাংলাদেশকেই। যেনো লাল-সবুজের মেয়েরাই যোজন যোজন এগিয়ে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি মালয়েশিয়ার মেয়েরা। এ যেনো হেরে আসা ছেলেদের প্রতিশোধ নিয়ে নিলো মেয়েরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।