“যা বলি তা সরাসরি!”
রাগ অভিমান থাকলে
ও
মনে
হাইসা কথাই কই;
আমি কিন্তু তোমার
মতো
কুটিল মোটেও নই?
যা বলি তা সরাসরি!
যা
করি তা-ও তাই?
বিনা কারণে ভুল
বুঝলে
কেউ
ব্যাথায় কুঁকড়ে যাই!
কারো কথায় চলি
না
আমি
নিজের মতোই চলি;
যাচ্ছেতা-ই বলি না
কিন্তু?
মার্জিত হলেই বলি!
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।