ঢাকারবিবার , ৬ আগস্ট ২০২৩
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রিজভীর বিরুদ্ধে মামলা করতে ডিবি অফিস থেকে আদালতে হিরো আলম

অনলাইন ডেস্ক
আগস্ট ৬, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য
দেয়ার অভিযোগ তুলেছেন সোশ্যাল মিডিয়ার বরাত আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
অশিক্ষিত-পাগলসহ নানা ধরনের মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনেছেন তিনি।

এ ব্যাপারে অভিযোগ দেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম।
পরে সেখান থেকে চলে যান আদালতে।
আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটর বিএনপি নিতা রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেন আদালতে।

রোববার (০৬ আগস্ট) দুপুর ৩টা ৪০ মিনিটে গনমাধ্যম‌কে নিশ্চিত করেন হিরো আলম।
এ সময় তিনি বলেন, ‘আমি আদালতে গিয়েছিলাম। সেখানে রিজভীর বিরুদ্ধে মামলার আবেদন করেছি।’

হিরো আলম আরও বলেন, ‘আদালত থেকে আমাকে বলা হয়েছে, আগামীকাল সোমবার (০৭ আগস্ট) সকাল ১০টায় মামলার আবেদনের শুনানি
হবে। আর এখন মামলার ব্যাপারে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি।’

এর আগে হিরো আলম সংবাদমাধ্যমকে জানান—বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে অভিযোগ করতে ডিবিতে গিয়েছিলেন তিনি।
কিন্তু ডিবি জানিয়েছে, তারা সরাসরি কোনো মামলা নিতে পারে না। এ কারণে কোর্টে মামলা করতে যাচ্ছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে
কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে।
মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে।
জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে। আমি ডিবিতে অভিযোগ দিয়েছি।
কিন্তু এখানে কোনো মামলা করা যায় না। তাই কোর্টে যাব মামলা করতে। আমি এখনই যাব।
কোনো সম্মানিত লোক কাউকে পাগল বলে অপমান করতে পারে না।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচির প্রাক্কালে হিরো
আলমকে নিয়ে উপরি-উল্লিখিত মন্তব্যগুলো করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।