ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. #টপ৯
  2. #লিড
  3. অনান্য
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আন্দোলন
  8. ইচ্ছেডানা
  9. উদ্যোক্তা
  10. ক‌রোনা মহামা‌রি
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের প্রতিশ্রুতি।

অনলাইন ডেস্ক
আগস্ট ৮, ২০২২ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

তাইওয়ান নিয়ে চীনে যখন উত্তেজনা তুঙ্গে, তখনও দুদিনের সফরে বাংলাদেশে ঘুরে গেলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী৷ এক চীন নীতির পক্ষে বাংলাদেশের অবস্থান আবারও নিশ্চিত করার পাশাপাশি আলোচনা হয়েছে রোহিঙ্গা ইস্যুতেও৷

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে মুখপাত্র জানিয়েছিলেন, দ্বিপাক্ষিক এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা হবে এই সফরে৷ তবে বৈশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণে বাংলাদেশ যাতে চীনের পক্ষে থাকে বা অন্তত বিপক্ষে যাতে না যায়, সে চেষ্টা করাটাই সফরের মূল লক্ষ্য বলে মনে করছেন অনেক বিশ্লেষক৷

চীনা পররাষ্ট্রমন্ত্রী সফরে ঢাকার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল রোহিঙ্গা সংকটের সমাধানে চীনের সহযোগিতা। বৈঠকে স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে৷ বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে চীনের সহযোগিতা চায় ঢাকা৷ চীনের পক্ষ থেকে প্রয়োজন হলে সহায়তার প্রতিশ্রুতি দেয়া হয়েছে চীনের পক্ষ থেকে৷

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই৷ এই বৈঠকেও আলোচনায় আসে রোহিঙ্গা ইস্যু৷ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সমাধানের কথা বলেন চীনা মন্ত্রী। তবে তৃতীয় পক্ষের সম্পৃক্ততার প্রয়োজন হলে চীন তার ভূমিকা পালন করবে বলে আশ্বাস দেয়া হয়েছে মন্ত্রীর পক্ষ থেকে৷

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য তিন হাজার বাড়ি তৈরি করার কথা জানিয়েছে চীন৷ এছাড়া যারা ফেরত যাবে, তাদের প্রাথমিক খাদ্য সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছে চীন৷ কয়েক বছর আগে অবশ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য চীনের মধ্যস্থতায় চুক্তি হয়েছিল এবং চেষ্টাও হয়েছিল। কিন্তু সেটি কোন কাজে লাগেনি।

প্রধাণমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে নানা আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হয়েছে৷ এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞা-অবরোধ ও পাল্টা নিষেধাজ্ঞা-অবরোধ এবং এ থেকে উত্তরণে একসঙ্গে কাজ করার বিষয়টিও উঠে আসে৷ বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এর মধ্যে বৈঠকে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন, এসব স্মারক ও চুক্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর উপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্সেস শিক্ষা বিষয়ে সহযোগিতার বিষয় রয়েছে৷

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।